বিস্তারিত
-
প্রতিষ্ঠানের নামHarimohan Govt. High School
-
স্লোগানশিক্ষাই আলো
-
প্রতিষ্ঠাকাল১৮৯৫
-
ধরনHigh School
-
অবস্থানচাঁপাইনবাবগঞ্জ সদর
-
পূর্ণ ঠিকানাগাবতলা মোড়, কাঁঠাল বাগিচা, চাঁপাইনবাবগঞ্জ
-
পড়ালেখার ধরনGeneral Education
-
শ্রেণী৫ম থেকে ১০ম শ্রেণী
-
ছাত্র/ছাত্রী ধরনশুধুমাত্র ছাত্রদের জন্য
-
সুযোগ সুবিধা2 Shift, Computer Lab, Free Tiffin, Library, Parking Space, Protected Area, Tiffin Break
-
বর্তমান শিক্ষার্থী সংখ্যা১৩৫০
প্রতিষ্ঠান পরিচিতি
হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় উত্তর বঙ্গের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান। এটি ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই বিদ্যালয়টি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলায় অবস্থিত।
অবকাঠামো
বিদ্যালয়ের পুরাতন মূল ভবন ব্যতীত এর পূর্ব পাশে ৯ কক্ষ বিশিষ্ট ৪ তলা ভবন বিদ্যামান।
ছাত্রাবাস
খেলার মাঠ সহ ৬ কক্ষ বিশিষ্ট পুরাতন ছাত্রাবাস ও ৮ কক্ষবিশিষ্ট দোতলা ছাত্রাবাস বিদ্যমান।
গ্রন্থাগার
বিদ্যালয়ের গ্রন্থাগারে প্রায় ১৫,০০০ বই রয়েছে।
কম্পিউটার ল্যাব
প্রায় ২০ টি কম্পিউটার সংবলিত একটি সু সজ্জিত কম্পিউটার ল্যাব রয়েছে।
বিজ্ঞানাগার
এখানকার বিজ্ঞানাগার বেশ উন্নত যন্ত্রপাতি সমৃদ্ধ।
একাডেমিক কার্যক্রম
২০০৯ সাল পর্যন্ত একটি শিফট, ২০১০ সালে ষষ্ঠ শ্রেণীর মাধ্যমে ডাবল শিফট এবং ২০১১ সাল হতে বিদ্যালয়টিতে নবম শ্রেণী পর্যন্ত ডাবল শিফট চালু হয়। বিদ্যালয়টিতে বর্তমানে মাধ্যমিক দিবা ও প্রভাতী -এই দুই শিফটে শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এখানে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখা পাঠদান করা হয়। জাতীয় শিক্ষা সপ্তাহ ১৯৮৭ তে হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় বৃহত্তর রাজশাহী জেলার শ্রেষ্ঠ বিদ্যালয় রুপে বিবেচিত হয়।
সহশিক্ষা কার্যক্রম
বয়স্কাউট দল
রেড ক্রিসেন্ট
বিজ্ঞান ক্লাব
বিতর্ক ক্লাব
বৃক্ষরোপণ ও পরিচর্যা
এছাড়া এই বিদ্যালয়টিতে খেলাধুলাসহ বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালিত হয়ে থাকে যা শিক্ষক-শিক্ষিকাদের প্রত্যক্ষ নির্দেশনায় পরিচালিত হয়ে থাকে।
From Wikipedia
Read original article here Harimohan Government High School
Add a review